ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগ নেতা হত্যাকাণ্ড

তারাকান্দা থেকে সন্দেহভাজন চারজন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
তারাকান্দা থেকে সন্দেহভাজন চারজন আটক

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার তারাকান্দার আওয়ামী লীগ নেতা ছয়েদুল ইসলাম ওরফে বকুল মড়ল (৩৫) হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে, এমন সন্দেহে চার জনকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার কালিখা গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে।



আটক ব্যক্তিরা হলেন রতন মিয়া (৩৬), কালা চাঁন (৩৭), নুরুল ইসলাম ও জয়নাল (৩৫)।

গত ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতা ছায়েদুল ইসলাম ওরফে বকুল মড়ল স্থানীয় তালতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা ছাবেদ আলী মন্ডল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামির নামে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

‌এ প্রসঙ্গে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মেদ জানান, নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। কালা চাঁন পুলিশের কাছে তার দোষ স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।