ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এরশাদের জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এরশাদের জরুরি সংবাদ সম্মেলন দুপুরে হুসেইন মুহম্মদ এরশাদ

ঢাকা: দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ২টায় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।



দলীয় সূত্রে মঙ্গলবার সকাল ১০টায় এতথ্য জানা যায়।

রোববার (১৭ জানুয়ারি) রংপুরে কর্মী সম্মেলনে জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা করায় দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় বেজায় চটেন রওশনপন্থীরা। কিছুক্ষণ পরেই তারা রওশন এরশাদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন।

মূলত এ বিষয়গুলো নিয়েই জরুরি এ সংবাদ সম্মেলনে ডেকেছেন পার্টির চেয়ারম্যান।

পার্টির ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বলছেন, আবার গ্রুপিং চাঙ্গা হয়ে উঠবে। জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে এভাবে ক্ষমতাহীন করার প্রক্রিয়া একটি গ্রুপ সহজভাবে নেবে না। অন্যদিকে জিএম কাদের প্রশ্নে রওশন এরশাদ বেকে বসতে পারেন। আর রওশন এরশাদ বেকে বসলে দলের মধ্যে ঐক্য ধরে রাখা কঠিন হবে এরশাদের জন্য। কারণ, বেশিরভাগ এমপি এখনও রওশন এরশাদের সঙ্গে রয়েছেন।
 
সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে রওশন এরশাদের বাসায় একটি গোপন বৈঠকের খবর পাওয়া গেছে। একটি গ্রুপ চাইছেন, রওশন এরশাদকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাতে। রওশন এরশাদের সায় পেলে তারা পাল্টা কমিটি করতে চান। এতে মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্যদের বেশিরভাগের সায় রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসআই/বিএস 

** জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রওশন এরশাদ!
** এরশাদের সিদ্ধান্তে সংকটে জাপা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।