ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সারিয়াকান্দিতে জিয়াউর রহমানের জন্মবাষির্কীতে কম্বল বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, জানুয়ারি ১৯, ২০১৬
সারিয়াকান্দিতে জিয়াউর রহমানের জন্মবাষির্কীতে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে কর্নিবাড়ী ইউনিয়নের মথুরাপাড়া বাজারে এসব কম্বল বিতরণ করা হয়।



প্রধান অতিথি হিসেবে ৭শ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পন্টন, বিএনপি নেতা নূরুল ইসলাম, লাল মাহমুদ লাল, আরিফুজ্জামান কয়েল, লাবলু মিয়া, আব্দুল মান্নান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।