ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নূরের গাড়িবহরে হামলা

নীলফামারীতে জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, জানুয়ারি ২০, ২০১৬
নীলফামারীতে জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মী কারাগারে

নীলফামারী: নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও আওয়ামী লীগের চার নেতাকর্মী হত্যা মামলায় অভিযুক্ত জামায়াত-শিবিরের ১৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে আসামিরা জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


 
এরা হলেন, একরামুল হক (২৫), জহির আলী (৫৫), শাহরিয়ার রহমান (৩৫), বেলাল হোসেন (২৮), আব্দুল আলিম (৪৫), কাজিম আলী (৩৫), হযরত আলী (৫৫), হামিদুল ইসলাম (৩৮), আমিরুজ্জামান (২৫), হযরত মিয়া (২৯), আনোয়ার হোসেন (৩২), আমির হামজা (৪৫) ও আব্দুস সোবহান (৩৫)।

২০১৩ সালের ১৪ ডিসেম্বর নীলফামারীর টুপামারী ইউনিয়নের রামগঞ্জে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা করা হয়। এতে আওয়ামী লীগের চার নেতাকর্মীসহ মারা যান।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।