ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘আমরা ভাঙচুরে বিশ্বাসী নই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৬, জানুয়ারি ২১, ২০১৬
‘আমরা ভাঙচুরে বিশ্বাসী নই’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মভিত্তিক দল হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী।

বুধবার (২০ জানুয়‍ারি) রাত ১০টার দিকে শহরের কান্দিপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।



জুনায়েদ বাবুনগরী বলেন, গত ১১ জানুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসা ছাত্র মাসুদুর রহমানকে কোনো অপরাধে হত্যা করা হলো? এর কারণ জানতে চাই। তার ওপর একটি দ্বীনি প্রতিষ্ঠানে কেন হামলা করা হলো সেটাও জানতে চাই।

কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা সবসময়ই শান্তির পক্ষে বলেও উল্লেখ করেন তিনি।

জুনায়েদ বাবুনগরী বলেন, আমরা ভাঙচুরে বিশ্বাস করি না।

এসময় অণ্যদের মধ্যে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদীসহ ওই মাদ্রাসার শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

গত ১১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা ছাত্রদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী-পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই মাদ্রাসার ছাত্র হাফেজ মাসুদুর রহমান (২০) নিহত হন।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।