ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, জানুয়ারি ২১, ২০১৬
রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: জাতীয় পার্টির এক নেতাকে কুপিয়ে জখম করার প্রতিবাদে রংপুরে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি।

সকাল থেকে হরতালের সমর্থনে পৃথক ভাবে কয়েক দফা বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্র সমাজ, জেলা ও মহানগর জাপা।



নগরীতে কিছু সংখ্যক অটোরিকশা ও রিকসা চলাচল করতে দেখা গেছে। শাপলা চত্বর, পায়রা চত্বর,  জাহাজ কোম্পানির মোড়, সাত মাথা, পার্কের মোড় এলাকায় অবস্থান নিয়ে পিকেটিং করেছে জাপা কর্মীরা।

যান্ত্রিক যান চলাচল বন্ধ থাকায় প্রয়োজনের তাগিদে হেঁটে চলাচল করতে দেখা গেছে জনসাধারণকে।

মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, শান্তিপূর্ণ হরতাল পালন করছে রংপুরবাসী।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে কবর জিয়ারত করে বাসায় ফেরার পথে নগরীর মুন্সিপাড়া কবরস্থানের কাছে কয়েকজন দুর্বৃত্ত জাপা নেতা ইয়াসীরকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে জেলা ও মহানগর জাপা যৌথভাবে এ হরতালের ডাক দেয়।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।