ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকারকে ক্ষমতা ছেড়ে নির্বাচন দেওয়ার আহ্বান হাফিজের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
সরকারকে ক্ষমতা ছেড়ে নির্বাচন দেওয়ার আহ্বান হাফিজের ছবি: রানা- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবসর নেওয়ার পর বিচারপতিদের রায় লেখার বিষয়ে প্রধান বিচারপতির বক্তব্য উপলব্ধিতে নিয়ে সরকারকে পদত্যাগ করে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ।
 
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা দল।
 
হাফিজউদ্দিন আহমেদ বলেন, ‘উনার (প্রধান বিচারপতির) এতোদিনে বোধোদয় হয়েছে। সত্য কথাটি কয়েকদিন আগে বললে ভাল হতো। তার এই বক্তব্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেই প্রতিষ্ঠিত করেছে। প্রধান বিচারপতির বক্তব্যকে মেনে নিয়ে সরকারের উচিত পদত্যাগ করা। কিন্তু প্রধান বিচারপতির বক্তব্য প্রণিধান করার মতো মেধা-যোগ্যতা সরকারের নেই। ’
 
‘আমি সরকারকে বলবো, আপনারা বৈধই হোন আর অবৈধই হোন, প্রধান বিচারপতির কথা উপলব্ধিতে নিয়ে পদত্যাগ করে নির্বাচন দিন। ’
 
সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর অপসারণ না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, ‘জিয়াউর রহমানের কবর অপসারণ করলে তা আপনার জন্য বৃহত্তম কলঙ্ক হয়ে ধাকবে। বিশ্ববাসী আপনাকে ধিক্কার জানাবে। ’
 
মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে বক্তব্য দেওয়ার সময় হাফিজউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। আওয়ামী লীগ শরণার্থীদের দল।

মুক্তিযুদ্ধের সময় এই দলের নেতকর্মীরা ভারতের কলকাতায় শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল। আর আমরা জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র যুদ্ধ করেছি। ’
 
খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা উল্লেখ করে বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালে খালেদা জিয়াকে বাড়ি গিয়ে খুঁজে গ্রেফতার করেছিল পাকিস্তানি সেনারা। তিনি পাকিস্তানি সেনাদের হাতে বন্দি ছিলেন। ’
 
‘যিনি পাকিস্তানিদের হাতে বন্দি ছিলেন, তিনি কিভাবে পাকিস্তানপ্রেমী হন?’
 
সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, বিএনপির কেন্দ্রীয় নেতা রাশেদা বেগম হীরা, মিজানুর রহমান খান, সাদেক খান প্রমুখ।

বাংলাদেশ সময়: বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬/আপডেট ১৯৫৪ ঘণ্টা
এমএইচপি/আরএইচএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।