ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

রাজনৈতিক সংকট থেকে উত্তরণে প্রয়োজন তৃতীয় শক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, ফেব্রুয়ারি ২, ২০১৬
রাজনৈতিক সংকট থেকে উত্তরণে প্রয়োজন তৃতীয় শক্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু বলেছেন, বর্তমানে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে। আর এ সংকট থেকে উত্তরণের জন্য তৃতীয় কোনো রাজনৈতিক শক্তির প্রয়োজন।



বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস সেই তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘টেকসই উন্নয়নে সরকারের ধারাবাহিকতার প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য শওকত হোসেন নিলু বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একাত্তরের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি তিনবার ক্ষমতায় ছিলেন, সে সময় শহীদদের সংখ্যা নিয়ে কেন কোনো পদক্ষেপ নেন নি? এজন্য জাতি তাকে ক্ষমা করবে না।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার স্বামী (জিয়াউর রহমান) হত্যার বিচার বিভাগীয় তদন্ত কেন করেন নি?

বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের সভাপতি শেখ শহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জোট-বিএনএ’র মহাসচিব সেকান্দার আলী মনি। এসময় জোটের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
টিএইচ/এনএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।