ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

এ্যানীর মুক্তি দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, ফেব্রুয়ারি ২, ২০১৬
এ্যানীর মুক্তি দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে সমাবেশ করেছে বিএনপি।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর থানা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।



সদর থানা বিএনপির সহ সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে ও পৌর বিএনপি সভাপতি মাহবুবুর রহমান লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি ছায়েদুল ইসলাম ভূঁইয়া ছুট্টু।

সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর নিজাম উদ্দিন, বিএনপি নেতা অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ মানিক, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রশীদুর হাসান লিংকন, জেলা তাঁতি দলের আহ্বায়ক হুমায়ুন কবীর, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল ও পৌর ছাত্রদলের সভাপতি মোসাদ্দেক হোসেন বাবর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।