ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যকারীদের আইনের আওতায় আনতে হবে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
‘মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যকারীদের আইনের আওতায় আনতে হবে’ ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যকারীদের সবাইকেই আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘উন্নয়নের রাজনীতি- জননেত্রী শেখ হাসিনার নীতি’ শীর্ষক এক আলোচনা সভায় এ দাবি জানান তিনি।

সভাটির আয়োজন করে ‘আমরা নগরবাসী’ নামে একটি সংগঠন।

প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া দেশের উন্নয়ন চান না। আজকে যখন পদ্মাসেতুর পাইলিংয়ের কাজ এগিয়ে যাচ্ছে, তখন তিনি বলছেন, এই সরকার পদ্মাসেতু করতে পারবে না। এর মানে, তিনি দেশের উন্নয়ন চান না। দেশ এগিয়ে যাচ্ছে, এটি তার কাম্য না। তার দল দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধকে তারাই বিতর্কিত করতে চান, যারা মুক্তিযুদ্ধকে ‘গন্ডগোল’ হিসেবে দেখেন। তারাই একাত্তরকে ‘গন্ডগোলের বছর’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।

এ সময় তিনি শুধু  খালেদা জিয়াকে নয়, মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যকারীদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।

তিনি বলেন, জাতীয় প্রশ্নে ভারত, আমেরিকা, ইউরোপের দেশগুলোর সবদল একমত হয়। আমরাও সেই রাজনীতি চাই। কিন্তু একটা গোষ্ঠী তা চায় না। তাই যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের রাজনীতি থেকে সরে যেতে হবে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
জেপি/আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।