ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খালেদার বাসভবন ঘেরাও করতে বনানী মাঠে অবস্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, ফেব্রুয়ারি ৬, ২০১৬
খালেদার বাসভবন ঘেরাও করতে বনানী মাঠে অবস্থান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ঘেরাও করতে বনানী মাঠ সংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের নেতাকর্মীরা।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে তারা গুলশান-২ গোল চত্বরে অবস্থান নেয়।

কিন্তু কূটনৈতিক এলাকার নিরাপত্তা স্বার্থে সকাল ১০টার দিকে পুলিশ তাদের বনানী মাঠ সংলগ্ন এলাকায় সরিয়ে নিয়ে আসে। এখানে ধীরে ধীরে নেতাকর্মীদের জমায়েত বাড়ছে।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, পুলিশের অনুরোধে আমরা এখানেই সমবেত হচ্ছি।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে মন্তব্য করার প্রতিবাদে খালেদা জিয়ার বাসভবন ঘেরাওয়ের এ কর্মসূচি পালন করছেন তারা।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
ইইউডি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।