ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাউন্সিল শেষেই বিএনপির আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
কাউন্সিল শেষেই বিএনপির আন্দোলন ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কাউন্সিল শেষেই বিএনপি আন্দোলনে নামবে বলে ইঙ্গিত দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি সবাইকে লড়াকু সৈনিকের মতো প্রস্তুত হতে বলেছেন।

 

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন ইঙ্গিত করেন।

দেশনেত্রী পরিষদ নামে একটি সংগঠন এই সভার আয়োজন করে।

৫ জানুয়ারির নির্বাচনকে ঘিরে আন্দোলনে নিজেদের ব্যর্থতা স্বীকার করে হাফিজ উদ্দিন বলেন, ‘আমাদের নেত্রী কখনো পরাজিত হননি, ব্যর্থতা যদি থাকে সেটা আমাদের। তাকে বালির ট্রাক দিয়ে অফিসে টানা তিনচার মাস আটকে রাখা হয়েছিলো। পানির বোতল পর্যন্ত নিতে দেওয়া হয়নি। তখন আমরা প্রতিবাদমুখর হতে পারিনি।

সাবেক এই পানি সম্পদ মন্ত্রী বলেন, ‘দেশ আজ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। পানির এই সমস্যা নিয়ে আওয়ামী লীগের কোনো মন্ত্রী বক্তব্য দেন না। অথচ তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নেন।

দেশের বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে সাবেক এক বিচারপতির এমন মন্তব্য উধৃত করে তিনি বলেন, ‘সাবেক বিচারপতি (খায়রুল হক) তত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দিয়ে ফৌজদারি অপরাধ করেছেন তাকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হোক।

হাফিজ উদ্দিন বলেন, ‘মার্কিন গোয়েন্দা বিভাগের পরিচালক সিনেটে তার অফিসিয়াল বক্তব্যে বলেছেন, বাংলাদেশের এমন এক সরকার বিদ্যমান যারা বিরোধীদলকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত, ইতোমধ্যে ভোটাধিকার হরণ করেছে ওই সরকার। এজন্য অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ হবে আন্তর্জাতিক সন্ত্রাসীদের এক লীলাভূমি।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এমআর/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।