ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় জামায়াতের ৭ নেতার জামিন নামঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
গাইবান্ধায় জামায়াতের ৭ নেতার জামিন নামঞ্জুর ছবি : প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের ৭ নেতার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরুজ্জামান শিকদার এ আদেশ দেন।



এরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম মঞ্জু, সুন্দরগঞ্জ পৌর জামায়াতের আমির একরামুল হক, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জামায়াত নেতা নুর আলম, রামজীবন ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান, জামায়াতকর্মী হোসেন আলী, টিটু মিয়া ও আশরাফুল ইসলাম।

কোর্ট জিআরও শাহ্ আলম বাংলানিউজকে জানান, ২০১৩ সালের পৃথক চারটি নাশকতা মামলায় আদালতের আত্মসমর্পন করে জামিন আবেদন করেন উপজেলা জামায়াতের ওই সাত নেতা।

বিচারক দীর্ঘ শুনানি শেষে আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।