ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খানসামায় ৬ ইউপিতে আওয়ামী লীগ ৫, বিএনপি ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
 খানসামায় ৬ ইউপিতে আওয়ামী লীগ ৫, বিএনপি ১

দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচটিতে আওয়ামী লীগ ও একটিতে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।    

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল জানায় কর্তৃপক্ষ।

খানসামার এক নম্বর আলোকঝাড়ি ইউনিয়নে বিএনপির প্রার্থী আ স ম আতাউর রহমান ছয় হাজার ৯৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুল রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ছয় হাজার ৬০৩ ভোট।

দুই নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. হাফিজুল হক সরকার নৌকা প্রতীক নিয়ে পাঁচ হাজার ৭০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন জামায়াত মনোনীত আব্দুল হক সিরাজী। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন পাঁচ হাজার ১৫০ ভোট।

তিন নম্বরং আঙ্গারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ শাহ্ নৌকা প্রতীক নিয়ে আট হাজার ৫৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির আব্দুল জব্বার শাহ্ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ছয় হাজার ৩৬৭ ভোট।

চার নম্বর খামারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. সাজেদুল হক সাজু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ১১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার পেয়েছেন তিন হাজার ৬৪৬ ভোট।

পাঁচ নম্বর ভাবকী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. শফিকুল ইসলাম আট হাজার ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. রবিউল ইসলাম তুহিন পেয়েছেন সাত হাজার ১৯৮ ভোট।

ছয় নম্বর গোয়ালডিহি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আইনুল হক শাহ্ আট হাজার ৮৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাখাওয়াত হোসেন লিটন পেয়েছেন ছয় হাজার ৪১৭ ভোট।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।