ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সাবেক ছাত্রলীগ নেত্রী বাঁধনের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১২, এপ্রিল ২৪, ২০১৬
সাবেক ছাত্রলীগ নেত্রী বাঁধনের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: সরকারের উপসচিব এক সময়ের তুখোর ছাত্রলীগ নেত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি আইরিন পারভীন বাঁধন আর নেই। রোববার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন বাঁধন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

এদিকে, বাঁধনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনের শ্লোগানের প্রিয়মুখ ছিলেন এই বাঁধন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার স্ত্রী।

গত ২৬ মার্চ তাঁকে সিঙ্গাপুরে নেয়া হয়েছিল। আইরিন পারভীন বাঁধনের মরদেহ সোমবার (২৫ এপ্রিল) বিকাল পাঁচটায় ঢাকায় পৌছাবে বলে জানিয়েছেন তার স্বামী। মঙ্গলবার বিকেলে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময় ২২০৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।