ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সোনাগাজীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, এপ্রিল ২৫, ২০১৬
সোনাগাজীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার সুলাখালী গ্রামে সালিশকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত কামরুল হাসান রকি (১৬) নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) সকালে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে রোববার রাতের সংঘর্ষে আহত হয় রকি।

স্থানীয়রা জানান, রোববার রাতে সুলাখালি গ্রামে একটি সালিশকে কেন্দ্র করে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনের এমপি রহিমুল্লাহর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে রহিমুল্লাহর সমর্থক রকি গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সকালে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তারা আরো জানান, সংঘর্ষে রকি ছাড়াও আরো ১০ জন আহত হন। ওই সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় যুবলীগ নেতা ইব্রাহিমসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।