ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘দেশে হত্যাকাণ্ড চালাচ্ছে বিএনপি-জামায়াত’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১০, এপ্রিল ২৬, ২০১৬
‘দেশে হত্যাকাণ্ড চালাচ্ছে বিএনপি-জামায়াত’

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দলের (বিএনজেপি) চেয়ারম্যান মো. ফয়েজ চৌধুরী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে দেশের সাধারণ মানুষের ওপর গুপ্ত হত্যা চালাচ্ছে।

এদের বিচার হওয়া উচিৎ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।

বিএনজেপি চেয়ারম্যান মো. ফয়েজ চৌধুরী বলেন, দেশে যেসব হত্যাকাণ্ড চলছে, এ জন্য খালেদা জিয়াকেই জবাবদিহি করতে হবে।  

মো. ফয়েজ চৌধুরী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষে এই ধরনের হত্যাকাণ্ড চালানো হচ্ছে। এই ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা তাদের পাকড়াও করে বিচারের আওতায় আনতে হবে।  

ঐক্যবদ্ধভাবে এই ধরনের হত্যাকাণ্ডের প্রতিরোধ এবং এই ব্যাপারে সতর্ক থাকার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।    

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।