ঢাকা: আগামী ৪ জুন শেষ ধাপে ৭২৪ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
ইসির দেওয়া তফসিল অনুযায়ী, ষষ্ঠ ধাপের ৭২৪ ইউপির নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় আগামী ৯ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১১ ও ১২ মে। এছাড়া ১৯ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। আর ভোটগ্রহণ হবে আগামী ৪ জুন।
দেশের সাড়ে চার হাজার ইউপিতে এবার ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে তিনটি ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামী ৭ মে চতুর্থ ধাপ ও ২৮ মে পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শেষ ধাপে যে ইউপিতে ভোট হবে, সে তালিকা দেখতে ক্লিক করুন নিচের লিংকে।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
ইইউডি/আইএ