ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‘আমাদেরই শাস্তি হওয়া দরকার। আমরা কেনো নিজেদের ভোটের মর্যাদা বুঝিনি? যাদের মধ্যে সততা, নিষ্ঠা ও যোগ্যতা নেই আমরা তাদেরকেই বারবার ভোট দিয়েছি’।
শনিবার (৩০ এপ্রিল) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে নাগরিক ঐক্যের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আ স ম আব্দুর রব বলেন, সম্প্রতি ঘটে যাওয়া হত্যা, ধর্ষণ, জোড়া খুনের পরেও প্রধানমন্ত্রী বলেছেন ‘দেশের পরিস্থতি ভালো আছে’।
আমি প্রধানমন্ত্রীর কাছে জবাব চাই, ‘আর কতো মানুষ মারা গেলে, কতো ধর্ষণ হলে আপনি বলবেন, দেশের পরিস্থিতি খারাপ?’
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত মন্তব্য করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন- কলাবাগানের জোড়া খুন না কি বিএনপি-জামায়াতের কাজ। তাহলে আপনারা খুনিদের গ্রেফতার করছেন না কেনো? এটা তো আপনাদের ব্যর্থতা। এ ব্যর্থতার কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কখন যে পায়ের তলা থেকে মাটি সরে যাবে, তা বুঝতেও পারবেন না। মান্নার মুক্তির দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে যখন মাঠে নামবো, তখনই এ সরকারের ক্ষমতার সমাপ্তি ঘটতে পারে’।
বিনা শর্তে মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিও জানান তিনি।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, মান্নাকে যখন গ্রেফতার করা হয়, বিএনপি তখন উচ্চস্বরে কোনো আওযাজ করেনি। কিন্তু আজ বিএনপির ঘরেই আগুন লেগেছে। তাদের নেতাকর্মীদেরকেও বিনা বিচারে আটক করা হচ্ছে।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘অকারণে আত্নদান করবেন না, আত্নদান করলে সবার জন্য করেন। বাধন ছিঁড়ে রাজপথে নামুন’।
‘বিএনপির একটি বড় দায়িত্ব আছে, মান্নার মুক্তির দাবিতে একটি বড় জনসভার ডাক দিতে হবে। তবেই মান্নাকে মুক্ত করে আনা যাবে’- বলেন ড. জাফরুল্লাহ চৌধুরী।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেন, কাউকে বিনা বিচারের আটক রাখা সংবিধান পরিপন্থি কাজ। আমাদের চিন্তা করে দেখতে হবে, সরকার যে মাহমুদুর রহমান মান্নাকে বিনা বিচারে আটক করে রেখেছে, তার জন্য মামলা করা যায় কি-না।
নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরামের সভাপতিত্ব আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু, বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এ্রপ্রিল ৩০, ২০১৬
এসজেএ/ইউএম/এএসআর