নাটোর: নাটোরের ইয়াছিনপুর রেলস্টেশন এলাকা থেকে আব্দুর রাজ্জাক (৩২) নামে এক আওয়ামী লীগ কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মে) সকাল পৌনে ৮টার দিকে ইয়াছিনপুর রেলস্টেশন থেকে কয়েক গজ দূরে রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রাজ্জাক জেলা সদরের তেবাড়িয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি তেবাড়িয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। ওই ওয়ার্ডের সভাপতি আব্দুস সালাম বাবুল এই তথ্য নিশ্চিত করেছেন।
সন্দেহভাজন হিসেবে আটক ব্যক্তিরা হলেন-ইয়াছিনপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে নাদিম (৩০), আজিজুল ইসলামের ছেলে মমিন (৩২), আব্দুর রশিদের ছেলে কামাল হোসেন (২৮) আলী হোসেনের ছেলে মিঠুন (২৬) ও ইয়াছিন রেলকলোনি এলাকার সমসের আলী (৩২)।
এদের মধ্যে নাদিম সদর উপজেলার বেলঘড়িয়া এলাকার সিআইসি মজনু মাস্টার হত্যার আসামি বলে জানা গেছে।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, আওয়ামী লীগ কর্মী আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে ইয়াছিনপুর এলাকায় রেলওয়ের জমি ও পুকুর লিজ নিয়ে মাছ ও পেয়ারা চাষ করে আসছিলেন। তিনি বেশির ভাগ সময় এ এলাকায় থাকতেন। সোমবার রাতেও তিনি বাড়ি ফেরেননি। সকালে স্থানীয় লোকজন ইয়াছিনপুর রেলস্টেশন থেকে কয়েক গজ দূরে রেললাইনের পাশে আব্দুর রাজ্জাকের ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এসআই আরো জানান, কেউ তাকে হত্যা করে মরদেহ রেললাইনের পাশে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তারা এর সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, মে ০৩, ২০১৬/আপডেট: ১০১০
এসআই