ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কালিহাতিতে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
কালিহাতিতে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পুংলি এলাকায় যাত্রীবাহী ব‍াস উল্টে আহতদের মধ্যে আরো এক যাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এরআগে ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

কালিহাতি থানার উপপরিদর্শক (এসআই) মো. ওহাব মিয়া বাংলানিউজকে জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বনশ্রী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুংলি এলাকায় মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এত চারজন নিহত ও ২০ জন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে, জেলা প্রশাসক মাহবুব হোসেন নিহতদের প্রতি পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
এসআর

** কালিহাতিতে যাত্রীবাহী ব‍াস উল্টে নিহত ৪, আহত ২০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।