ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না তৈমূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শেষ পর্যন্ত থাকছেন না জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শেষ পর্যন্ত থাকছেন না জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।  

রোববার (১৯ নভেম্বর) রাতে তৈমূর আলম বাংলানিউজকে বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আমাদের তথা দেশের মানুষের কোনো আস্থা নেই।

তাই এ নির্বাচন কমিশনের অধীনে ভোটে আদৌ বিএনপি যাবে কী না সেটা নিয়েই প্রশ্ন জেগেছে।  

তিনি আরও বলেন, ‘আমি এ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক না। তাছাড়া বিএনপিও নির্বাচন নিয়ে সংশয়ে আছেন। সামগ্রিক দিক থেকে ভোটে বিএনপি থাকবে কী না, আর থাকলে কে হবেন প্রার্থী, সে সিদ্ধান্ত সোমবার (২১ নভেম্বর) রাত ৯টায় ঘোষণা করা হবে’।

এর আগে রোববার দুপুরে নয়াপল্টনেও সিনিয়র নেতাদের সঙ্গে বসেন নারায়ণগঞ্জের নেতারা। শনিবার রাতে ঢাকাতে সিনিয়র নেতাদের সঙ্গে নারায়ণগঞ্জের নেতাদের ও শুক্রবার খোদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক হয়। তবে সব বৈঠকেই তৈমূর নিজের প্রার্থীতার অনীহার কথা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।