ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
দলীয় সরকারের অধীনে  নির্বাচনে যাবে না বিএনপি

ঢাকা: দলীয় সরকারের অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (৩ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 
মৎস্যজীবী দলের নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একটি নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

যে যতই স্বপ্ন দেখুক, দলীয় সরকারের অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না।
 
তিনি বলেন, সরকারি দল ভোট চেয়ে বেড়াচ্ছে, অন্যদিকে বিএনপিকে দাঁড় করিয়ে রেখেছে আদালতের বারান্দায়। সামনের দিনে বিএনপির বড় বড় কর্মসূচি আসবে। সে কর্মসূচিতে বাধা দেওয়া হলে আরও কঠিন কর্মসূচি আসতে পারে।
 
এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, দলের নিবন্ধন বাতিলের ভয়ে বিএনপি কোনো প্রহসনের নির্বাচনের ফাঁদে পা দেবে না। যেকোনো মূল্যে তা প্রতিহত করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১
এজেড/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।