ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২০, মার্চ ৬, ২০১৭
হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থী জয়ী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম মবিন (ধানের শীষ) প্রতীক নিয়ে ২৭ হাজার ৩০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান মো. আয়ুব আলীর ছেলে মোহাম্মদ সোহেল (আনারস) প্রতীক নিয়ে ২১ হাজার ৩২৮ ভোট এবং আওয়ামী লীগ প্রার্থী জহিরুল ইসলাম নূরু (নৌকা) পেয়েছে ১৯ হাজার ২২ ভোট।

উল্লেখ্য, হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আয়ুব আলী ২০১৫ সালের ২৯ নভেম্বর মারা গেলে এ পদটি শূন্য হয়।

** জলঢাকা ভাইস চেয়ারম্যান হলেন জামায়াতের ফয়সাল
** কলারোয়ায় ভাইস-চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী জয়ী
** গলাচিপা পৌরসভা উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।