ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাঙ্গাবালী উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
রাঙ্গাবালী উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় দেলোয়ার হোসেন, ছবি: সংগৃহীত

পটুয়াখালী: পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) রাতে জেলা রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান বাংলানিউজকে এ তথ্য জানান।

নৌকা মার্কা নিয়ে বিজয়ী প্রার্থী পটুয়াখালী জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন পেয়েছেন ৩৪ হাজার ৭৯৭ ভোট।

তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন আকন (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ২৩৩ ভোট। এই নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ছিলো ৩৯ হাজার ৭৫০ জন।

বাংলাদেশ সময়: ০৩৫৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এমএস/এমএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।