ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদার সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরকে আমন্ত্রণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৬, মে ৮, ২০১৭
খালেদার সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরকে আমন্ত্রণ

ঢাকা: বিএনপির  ‘ভিশন ২০৩০’ নিয়ে অনুষ্ঠেয় খালেদার জিয়ার সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। 

সোমবার (০৮ মে) বিকেল সোয়া পাঁচটায় অ‍াওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির অফিসে গিয়ে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ও সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

আগামী ১০ মে (বুধবার) রাজধানীর হোটেল ওয়েস্টিনে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ওই সংবাদ সম্মেলন থেকে  ‘ভিশন ২০৩০’ ঘোষণা করবেন তিনি।

বিএনপির সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতা, বিদেশি কূটনীতিক, দেশের বিশিষ্টজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদককেও আমন্ত্রণ জানালো দলটি।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।