ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেহেরপুর পৌরসভায় মেয়র হলেন আ’লীগের রিটন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মে ৮, ২০১৭
মেহেরপুর পৌরসভায় মেয়র হলেন আ’লীগের রিটন

মেহেরপুর: মেহেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান রিটন মেয়র পদে ১১,৭১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮,৪১৭ ভোট।

এদিকে ভোট কারচুপির অভিযোগে ভোটগ্রহণ চলাকালিন বেলা সাড়ে ১১টায় বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস সাংবাদিকদের সামনে ভোট বর্জনের ঘোষণা দিয়ে কেন্দ্র ত্যাগ করেন।

প্রসঙ্গত ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ২৫ এপ্রিল পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৭ নং ওয়ার্ডের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১১ ও ১২ নং ২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছিল।

স্থগিত কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ জন মেয়রসহ ২ জন সংরক্ষিত মহিলা ও ৯ জন কাউন্সিলর। ২৫ এপ্রিল পৌর নির্বাচনে ১৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছিল।

এই ১৩টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান রিটন ১,৩৬৬ ভোটে এগিয়ে ছিলেন। ১৩টি কেন্দ্রে নৌকা পেয়েছিল ৯,২০৭ ভোট এবং ধানের শীষ পেয়েছিল ৭,৮৪১ ভোট। স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ শেষে গণনা করে নৌকা প্রতীক পেয়েছে ২,৫১০ ভোট এবং ধানের শীষ প্রতীক পেয়েছে ৫৭৬ ভোট।
মোট ১৫টি কেন্দ্রে নৌকা প্রতীকের মোট ভোট ১১,৭১৭টি এবং ধানের শীষ প্রতীকের মোট ভোট ৮,৪১৭টি।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।