ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাউখালীতে ইউপিডিএফ’র সেকেন্ড ইন কমান্ড গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মে ৮, ২০১৭
কাউখালীতে ইউপিডিএফ’র সেকেন্ড ইন কমান্ড গ্রেফতার

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) সেকেন্ড ইন কমান্ড পুলক জ্যোতি চাকমাকে (৪২) গ্রেফতার করেছে যৌথবাহিনী।

সোমবার (০৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের তেলেছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রমেল চাকমা হত্যার বিচারের দাবিতে ইউপিডিএফ’র নেতারা সোমবার সকালে কাউখালী সদরে মানববন্ধন করতে চাইলে স্থানীয় প্রশাসন তাদের বাধা দেয়।

পরবর্তীতে তারা সদর ছেড়ে ঘাগড়া ইউনিয়নের তেলেছড়া এলাকায় মানববন্ধন করলে যৌথবাহিনী অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ইউপিডিএফ নেতা পুলক জ্যোতি চাকমাকে গ্রেফতার করে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ইউপিডিএফ নেতা পুলকের বিরুদ্ধে থানায় অস্ত্র মামলা রয়েছে। তিনি একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।