ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে বিএনপির কর্মীসভায় ঐক্যের তাগিদ মান্নানের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, মে ৯, ২০১৭
নারায়ণগঞ্জে বিএনপির কর্মীসভায় ঐক্যের তাগিদ মান্নানের নারায়ণগঞ্জে বিএনপির কর্মীসভায় ঐক্যের তাগিদ মান্নানের। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মীসভায় নেতা-কর্মীদের ঐক্যের তাগিদ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুরের মেয়র অধ্যাপক আব্দুল মান্নান।

মঙ্গলবার (৯ মে) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দায় হেভেন কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

আব্দুল মান্নান বলেন, আমাদের মধ্যে এখন ঐক্য দরকার।

কোনো ধরনের বিভেদ কাম্য না। ঐক্য ছাড়া জয় আসবে না। আমাদের মধ্যে কোনো বিভেদ তৈরি করা যাবে না, আমাদের আগামী নির্বাচনকে কেন্দ্র করে এক হতে হবে। তাই নারায়ণগঞ্জ থেকেই শুরু হোক ঐক্যের সুবাতাস। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা নির্বাচনে যাবো কিন্তু আমাদের দাবি আদায় করেই আমরা নির্বাচনে যাবো।

তিনি আরও বলেন, আমরা নিরপেক্ষভাবে এমন একটি নির্বাচন চাই যেখানে সবার অংশগ্রহণ থাকবে, ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারবে। বর্তমান যে বেহাল অবস্থা তা ভাঙতেই আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। মাঠে থেকে খালেদা জিয়ার গণতান্ত্রিক দাবি আদায় করতে হবে। দেশটা এখন খুব খারাপ অবস্থায় আছে। গাজীপুরে দলের নেতা-কর্মীরা রাতে বাসায় ঘুমাতে পারেন না। সারাদেশেই একই অবস্থা। আমাদের ওপর নির্যাতনের খড়গ চলছেই। এ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারেনি।

মহানগর বিএনপির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য গিয়াসউদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, মহানগর বিএনপির সহ সভাপতি সাখাওয়াত হোসেন খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মে ০৯, ২০১৭
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।