আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মঙ্গলবার (৯ মে) বেলা ১১টায় জয়পুরহাট টাউন হলে জেলা বিএনপির কর্মী সভা শুরুর পরপর স্থানীয় এক ছাত্রদল নেতা মঞ্চে উঠে আপত্তিকর বক্তব্য দিলে দলের বিবদমান দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষ চলাকালে হল রুম থেকে বেড়িয়ে যান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক।
সংঘর্ষে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী ও ছাত্রদল কর্মী মোসলেহ উদ্দীন পাপনসহ কমপক্ষে ১০ জন আহত হন।
উল্লেখ্য, জয়পুরহাট জেলা বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে জেলা বিএনপি অফিসে অগ্নিসংযোগ করাসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ড চালিয়ে আসছে বিএনপির পদবঞ্চিত গ্রুপ। এর জের ধরে সকালে সংঘর্ষের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এসআই