ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপির রাজনীতি ভারতবিরোধী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
‘বিএনপির রাজনীতি ভারতবিরোধী’ বক্তব্য রাখছেন হাছান মাহমুদ/ছবি: সুমন

ঢাকা: বিএনপির রাজনীতি ভারতবিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।

হাছান মাহমুদ বলেন, নির্বাচন এলেই বিএনপি ভারতবিরোধী হয়ে ওঠে। আবার বিপদে পড়লে সেই ভারতের কাছে গিয়েই সহায়তা চায়। এমনটা করলে হবে না। স্বভাবের পরিবর্তন আনতে হবে। তিন মাস খালেদা জিয়া দেশের বাইরে ছিলেন। এর মধ্যে দেশে বন্যা ও রোহিঙ্গা সমস্যা বড় আকার ধারণ করলেও এটি নিয়ে কোনো মাথাব্যথা নেই খালেদার। কারণ তিনি তো আর মানুষকে ভালোবাসেন না।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করে যাচ্ছেন। যার কারণে মিয়ানমারের উপর আন্তর্জাতিকভাবে কূটনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে। বিএনপিকে দেশের জনগণ কোলে তুলে নিয়ে গিয়ে ক্ষমতায় বসাবে না। যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে, তাদের জনগণ কখনও ক্ষমতায় আনবে না।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।