ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তারেকের গ্রেফতারি পরোয়ানা, বুধবার বিএনপির বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
তারেকের গ্রেফতারি পরোয়ানা, বুধবার বিএনপির বিক্ষোভ সাংবাদিক সম্মেলনে রুহুল কবির রিজভী/ছবি: বাংলানিউজ

ঢাকা: সরকারের নির্দেশেই তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। একই সঙ্গে এর প্রতিবাদে বুধবার (২৫ অক্টোবর) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে নয়া পল্টন দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে তেজগাঁও থানায় দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

তার অপরাধ ছিল তিনি একটি গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন।  

সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই তার উপর খড়্গ চালানো হবে জানিয়ে তিনি বলেন, তারেক রহমানকে ধ্বংস করা সরকারের টেকনিক, যা কখনও সফল হবে না।  

তিনি আরও বলেন, যে দেশের প্রধান বিচারতিকে দেশ থেকে বের করে দেওয়া হয়, সেখানে বিরোধীদল কি পরিমাণ হেনস্থার শিকার হতে পারে তা সহজেই অনুমেয়।  

এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।