ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন তরিকুল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০০, অক্টোবর ২৪, ২০১৭
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন তরিকুল 

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিক ও হার্টের সমস্যায় ভুগছেন তরিকুল ইসলাম।

সকাল ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী-ছেলেসহ সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

এর আগে সোমবার (২৩ অক্টোবর) রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকের এক পর্যায়ে শারীরিক অসুস্থতা বোধ করলে তা শেষ হওয়ার আগেই বেরিয়ে যান তরিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এএম/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।