ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

প্রয়াত এম কে আনোয়ারের বাসায় খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, অক্টোবর ২৪, ২০১৭
প্রয়াত এম কে আনোয়ারের বাসায় খালেদা প্রয়াত এম কে আনোয়ারের বাসায় খালেদা জিয়া- ছবি: ডিএইচ বাদল

ঢাকা: সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বাসায় গিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। 

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় পৌছে তিনি মরহুমের  স্ত্রী মাহমুদা আনোয়ার ও বড় ছেলে মাহমুদ আনোয়ারসহ পরিবারের অন্য সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৯টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে পৌঁনে ১০টায় তিনি এম কে আনোয়ারের এলিফ্যান্ট রোডের বাসায় পৌছান।

এ সময় খালেদা জিয়ার সঙ্গে  এম কে আনোয়ারের বাসায় যান- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন,  মির্জা আব্বাস, আবুল খায়ের ভূঁইয়া, রুহুল কবির রিজভী, হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধূরী এ্যানিসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।  

এছাড়া এ সময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এলিফ্যান্ট রোডের বাসার সামনে অবস্থান করছিলেন।  

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।