ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হামলা-গ্রেফতার করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
হামলা-গ্রেফতার করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বরিশালে বিএনপির বিক্ষোভ/ছবি: বাংলানিউজ

বরিশাল: আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচন করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। নিজেদের ক্ষমতায় রাখতে বিরোধীদলকে নিশ্চিহ্ন করতে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে। কিন্তু হামলা-মামলা ও গ্রেফতার করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। খালেদা জিয়াকে কোর্টের বারান্দায় রেখে এ দেশে কোনো নির্বাচন হবে না। 

বুধবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল নগরের সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার এ কথা বলেন।

তিনি বলেন, সরকার ক্ষমতায় এসে দেশের মানুষের কথা চিন্তা না করে নিজেদের কথা চিন্তা করেছে।

রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার ব্যর্থ। আমরা ভোটের নির্বাচন চাই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য। আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা ও শিক্ষাক্ষেত্রে নকলমুক্ত করা বিএনপির মূল উদ্দেশ্য।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়া উদ্দিন সিকদার, বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিন, ছাত্রদলের বরিশাল মহানগরের আহবায়ক খন্দকার আবুল হাসান লিমন, যুব দলের বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা যুবদলের সভাপতি পারভেজ আতন বিপ্লব, শাহেদ আকন সম্রাট প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ১০টায় বরিশাল সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ওবায়দুল হক চাঁনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, যুবদলের জেলা সভাপতি পারভেজ আকন বিপ্লব, মুলাদী উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপির নেতা অ্যাডভোকেট তরিকুল ইসলাম দিপু, কোতয়ালি বিএনপির সভাপতি এনায়েত হোসেন বাচ্চু, উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। তবে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই।

সমাবেশ শেষে মিছিল বের করার চেষ্টা করে জেলা উত্তর ও দক্ষিণ বিএনপি। তবে মিছিলটি প্রধান সড়কে যাওয়ার আগেই পুলিশ তাতে বাধা দেয়।

বাংলা‌দেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, অ‌ক্টোবর ২৫, ২০১৭
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।