ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তারেকের বিরুদ্ধে পরোয়ানা জারির প্রতিবাদে বগুড়ায় সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
তারেকের বিরুদ্ধে পরোয়ানা জারির প্রতিবাদে বগুড়ায় সমাবেশ তারেকের বিরুদ্ধে পরোয়ানা জারির প্রতিবাদে বগুড়ায় সমাবেশ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পরোয়ানা জারির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে দলটি নেতা-কর্মীরা।

জেলা বিএনপির উদ্যোগে বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১২ টার দিকে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দলের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন।

জয়নাল আবেদীন বলেন, বারবার মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। সরকার মামলা-হামলা দিয়ে বিএনপিকে দমনের চেষ্টা করছে। জিয়া পরিবারের নাম নিশানা মুছে ফেলতে বাকশালী আচরণ করছে বর্তমান সরকার। দেশের সাধারণ জনগণকে সঙ্গে সরকারের এ উদ্দেশ্য ধুলিসাৎ করে দেওয়ার আহ্বান জানান নেতা-কর্মীদের।

সমাবেশে অারও বক্তব্য রাখেন-জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সহ-সভাপতি আলী আজগর তালুকদার হেনা, উপদেষ্টা মো. শোকরানা, সহ-সভাপতি অ্যাডভোকেট রাফী পান্না, আহসানুল হক তৈয়ব, মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম আর ইসলাম স্বাধীন, সহিদুন্নবী সালাম, রাফিউল ইসলাম রুবেল, কেএম খায়রুল বাশার, জহুরুল ইসলাম ফুয়াদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।