ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, অক্টোবর ২৫, ২০১৭
গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা মোরাদ আলীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে স্থানীয় সরকার বিভাগের উপ সচিব ড. জুলিয়া মঈন তাকে সাময়িক বরখাস্ত করেন। মোরাদ আলী গাংনী পৌর বিএনপির সভাপতি।

২০১৩ সালে নির্বাচনের আগে বিএনপি-জামায়াতের সরকার বিরোধী আন্দোলনের সময় পুলিশের কাজে বাধাদানের অভিযোগে গাংনী থানা পুলিশ বাদী হয়ে তার নামে মামলা দায়ের করে। যার নম্বর ৭, তারিখ ৫/১২/২০১৩ ইং। জিআর মামলা নম্বর ৫৮০/১৩ ইং।

গাংনী থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মামলাটি দীর্ঘদিন তদন্ত করার পর আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে চেয়ারম্যান পদ থেকে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দিলে তাকে বরখাস্ত করেন স্থানীয় সরকার বিভাগের উপ সচিব ড. জুলিয়া মঈন।
 
আদালত বলেন, মোরাদ আলী চেয়ারম্যান পদে বহাল থাকলে মামলার সাক্ষীরা সাক্ষ্য দিতে ভয় পেতে পারেন। তাই তাকে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হোক।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে মোরাদ আলী বাংলানিউজকে জানান, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার মিথ্যা মামলায় অভিযোগপত্র দিয়ে আমাকে সাময়িক বহিষ্কার করেছে।

বহিষ্কারাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।