ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুল মালেক (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকো সিরাজগঞ্জ পৌর এলাকার দুই নম্বর  খলিপাপট্টিতে এ ঘটনা ঘটে। মালেক শহরের দত্তবাড়ি মহল্লার ছানোয়ার হোসেনের ছেলে এবং পৌর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।

আটকরা হলেন- জানপুর মহল্লার আহম্মদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (২৮), একই এলাকার শাহ আলমের ছেলে সোহেল রানা (১৯), আমির হোসেনের ছেলে সাব্বির হোসেন (১৯), মহর আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৫), রানীগ্রাম মহল্লার মাহবুব আলীর ছেলে মোর্শেদ (১৯) ও কুশাহাটা কড়িতলার মৃত ওসমান আলীর ছেলে মনোয়ার হোসেন (৫৫)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে শহরের কানু জুয়েলার্সের সামনে পাওনা টাকা চাইয়াকে কেন্দ্র করে জানপুর মহল্লার নজরুলের সঙ্গে নিহত মালেকের বড় ভাইয়ের বাক-বিতণ্ডা হয়। এসময় উভয়পক্ষই তাদের স্বজন ও সমর্থকদের ফোন করে ঘটনাস্থলে ডেকে আনেন। একপর্যায়ে নজরুল সমর্থকরা অতর্কিত হামলা চালায় এবং আব্দুল মালেককে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। গুরুতর অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭, আপডেট: ১৪৫৬ ঘণ্টা
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।