ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

লক্ষ্মীপুর: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

সোমবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার মান্দারী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

আহতরা হলেন- দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কাজী নিজাম ও ছাত্রলীগ কর্মী সম্রাট, সজিব হাসান তাসকিন ও মান্দারী বাজারের ব্যবসায়ী আবদুর ছাত্তারসহ পাঁচ ছাত্রলীগ নেতাকর্মী।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক আলাউদ্দিনের জন্মদিন উপলক্ষে মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন তার অনুসারীরা। অভ্যন্তরীণ কোন্দলের জেরে একই কমিটির যুগ্ম-আহ্বায়ক আবু তালেবের অনুসারীরা অনুষ্ঠান করতে বাধা দেন।  

এতে দুইপক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে দফায় দফায় সংঘর্ষের বাধে। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের বেশ কয়েকটি চেয়ারও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আহত ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও স্থানীয় গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

জেলার সহকারী পুলিশ সুপার খন্দকার শাহ নেওয়াজ বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।