ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

দুপুরে চট্টগ্রাম ছাড়বেন খালেদা জিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৯, অক্টোবর ৩১, ২০১৭
দুপুরে চট্টগ্রাম ছাড়বেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

চট্টগ্রাম: চট্টগ্রাম সার্কিট হাউসে দুপুরের খাবার গ্রহণের পর ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরের পর খালেদা জিয়ার গাড়িবহর চট্টগ্রাম ছেড়ে যাবে।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের খাবার গ্রহণের পর ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়বেন খালেদা জিয়া।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছে খালেদা জিয়ার গাড়িবহর।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার সার্কিট হাউস থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিনি।  

রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে গত শনিবার (২৮ অক্টোবর) সকালে গুলশান কার্যালয় থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন খালেদা।  এরপর বিকেলে ফেনী সার্কিট হাউসে যাত্রাবিরতি করেন তিনি। সেখান থেকে সন্ধ্যার পর রওনা হয়ে খালেদার গাড়িবহর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছে।  

সেখানে রাত্রিযাপন শেষে রোববার (২৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে রওনা দিয়ে রাত ৮টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর কক্সবাজার পৌঁছে। সোমবার দুপুরে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে রাতেই চট্টগ্রাম সার্কিট হাউসে ফিরে আসেন খালেদা।

এ সফরে তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭

এমইউ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।