ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আওয়ামী সন্ত্রাসীরাই এই হামলা চালিয়েছে: ফখরুল

অন্তু মুজাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, অক্টোবর ৩১, ২০১৭
আওয়ামী সন্ত্রাসীরাই এই হামলা চালিয়েছে: ফখরুল

গাড়িবহর থেকে: খালেদা জিয়ার গাড়িবহরকে কেন্দ্র করে বাসে অগ্নিসংযোগের ঘটনাকে আওয়ামী সন্ত্রাসীদেরই কাজ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বাংলানিউকে বলেন, কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে যারা হামলা করেছিল তারাই আজকের হামলা করেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

যারা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে অতিদ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।  

এদিকে কুমিল্লার সিএনজি স্টেশনে প্রাইভেটকারে গ্যাস ভরার সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সাংবাদিকদের বলেন, বাস পোড়ানো আওয়ামী লীগের চিরায়িত অভ্যাস এবং অন্যের দোষ দেয়াও চিরায়িত অভ্যাস। আতঙ্ক সৃষ্টি করার জন্যই ক্ষমতাসীন সন্ত্রাসীরা এই হামলা ঘটিয়েছে। এটা ভালো আওয়ামী লীগের কাজ না, এটা আওয়ামী সন্ত্রাসীদের কাজ।  

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।