ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘ষড়যন্ত্র করা ছাড়া বিএনপির রাজনীতিতে কিছু নেই’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৫, অক্টোবর ৩১, ২০১৭
‘ষড়যন্ত্র করা ছাড়া বিএনপির রাজনীতিতে কিছু নেই’ সম্মেলনে নেতারা-ছবি-বাংলানিউজ

কুষ্টিয়া: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘ষড়যন্ত্র করা ছাড়া বিএনপির রাজনীতিতে কিছু নেই। এছাড়া বিএনপির কোনো কাজ নেই।’ 

মঙ্গলবার (৩১ অক্টোবর)) দুপুরে কুষ্টিয়া স্টেডিয়ামের সামনের মাঠে অনুষ্ঠিত জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, বেগম জিয়া ত্রাণ প্রহসনের নামে মানবতার চরম অপমান করেছেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।  

এসময় তিনি বলেন, খালেদা জিয়ার লোকেরাই গাড়িবহরে হামলা করেছে। আবার তারা এর বিচার দাবি করছে।  

খালেদা জিয়ার উদ্দেশে হানিফ বলেন, আমরা অবশ্যই এই হামলার বিচার করবো।  

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৫৫৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।