ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিংড়ায় বিএনপির পদবঞ্চিতদের বিক্ষোভ সমাবেশ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
সিংড়ায় বিএনপির পদবঞ্চিতদের বিক্ষোভ সমাবেশ  বিক্ষোভ সমাবেশ-ছবি-বাংলানিউজ

নাটোর: নাটোরের সিংড়া উপজেলা বিএনপির দ্বিতীয় দফায় নতুন কমিটিতে পদবঞ্চিত করার প্রতিবাদে উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান মন্টুর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিম হেদার সভাপতিত্বে বক্তব্য দেন-শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, শহর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলাম, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, শহর যুবদলের সাবেক সভাপতি রুহুল আমিন, শহর ছাত্রদলের সভাপতি আতাউল গণি পলাশ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জয়নুল আবেদীন প্রমুখ।

সমাবেশে পদবঞ্চিত নেতাকর্মীরা বলেন, আগামী ৩ দিনের মধ্যে কমিটির পরিবর্তন না হলে উপজেলা বিএনপির অফিসে বিক্ষোভ সমাবেশসহ কঠোর আন্দোলন করা হবে।  

এসময় উপজেলা বিএনপির নতুন কমিটির নব নির্বাচিত সভাপতি মজিবর রহমান পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে তিনি উপজেলা বিএনপির দ্বিতীয় আংশিক কমিটি সংশোধন ও পদবঞ্চিতদের কমিটিতে স্থান দেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ফিরে যান।

বাংলাদেশ সময়: ০৬০৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।