ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় ছাত্রদলকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৯, নভেম্বর ১, ২০১৭
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় ছাত্রদলকর্মী আটক প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় ছাত্রদলকর্মী আটক/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ায় লক্ষ্মীপুরের রামগঞ্জে জাবেদ হোসেন তালুকদার (১৭) নামে এক ছাত্রদলকর্মীকে আটক করা হয়েছে। 

বুধবার (০১ নভেম্বর) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। জাবেদ উপজেলার দেবনগর গ্রামের আবুল হোসেনের ছেলে এবং ওই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শান্ত জানান, ছাত্রদলকর্মী জাবেদ দীর্ঘদিন ধরে তার ফেসবুক আইডিতে আপত্তিকর লেখা ও ছবি পোস্ট করে আসছে। তার মোবাইল ফোন থেকে এসব পোস্ট করা হয়। তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। জাবেদ ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, বুধবার সন্ধ্যায় জাবেদের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।

আদালতের মাধ্যমে জাবেদকে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি তোতা মিয়া।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।