বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক আফতাব ওই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম বাংলানিউজকে বলেন, উপজেলার রানীরবন্দরে দশম জাতীয় সংসদ নির্বাচনের সহিংসতা মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চিরিরবন্দর থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে।
বিকেল সাড়ে ৫টায় আদালতের মাধ্যমে জামায়াতের এ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
জিপি