তিনি বলেন, রোগীর শারীরিক অবস্থা একান্তই রোগীর ব্যক্তিগত বিষয়। মিডিয়ার মাধ্যমে যে বিষয়গুলো দেশবাসীকে জানানো নীতিগতভাবে ঠিক নয়।
তবে তার সুচিকিৎসা হচ্ছে এবং চিকিৎসায় তিনি সন্তুষ্ট বলে জানান হাসপাতালের পরিচালক।
মঙ্গলবার (২ এপ্রিল) বিএসএমএমইউর হাসপাতালের পরিচালকের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
পরিচালক বলেন, গতকাল খালেদা জিয়াকে যে ওষুধ দেওয়া হয়েছে তিনি সেই ওষুধ খাচ্ছেন। আজকে ওনার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তার সঙ্গে দেখা করেছেন। তিনি হাসিমুখে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। গতকালকের চেয়ে আজ তার শারীরিক অবস্থা বেশ ভালো।
তিনি আরো বলেন, বর্তমান মেডিকেল বোর্ডের অন্তর্গত থেকে চিকিৎসায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। এর আগেরবার যখন এই হাসপাতালে ভর্তি হয়েছেন সে বারের তুলনায় এবার চিকিৎসা ভালো হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওনার হাতের জয়েন্টে আগে যে সমস্যা ছিল তা এখন দেখা যাচ্ছে না। উনি দুই হাত নাড়িয়ে কথা বলছেন।
এ সময় খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এমএএম/এএ