২৯ ডিসেম্বর রাতে পুলিশ ও প্রশাসন দিয়ে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করে তারা নৈতিকভাবে পরাজিত হয়েছে বলে দাবি করেন তিনি।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে পাবনা জেলা বিএনপির নির্বাহী কমিটির সভায় এসব কথা বলেন দুলু।
পাবনা শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতার পরিচালনায় আরো বক্তব্য রাখেন-বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সামাদ খান মন্টু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘বর্তমান সরকার মানুষের ভোটের আধিকার ছিনিয়ে নিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করে রেখেছে, সাধারণ মানুষ গণতন্ত্র হারিয়েছে। তারা বিএনপি নেতাদের বিভিন্নভাবে হামলা-মামলা দিয়ে হয়রানি করছে। তাই আমাদের সব নেতাদের হিংসা-বিদ্বেষ ভুলে দেশের জন্য গণতন্ত্রের জন্য কাজ করতে হবে। ’
আগামী তিন মাসের মধ্যে দেশের বিভিন্ন জেলা কমিটি পুনর্গঠন করা হবে বলেও সভায় উল্লেখ করেন নেতারা।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
আরএ