তিনি বলেছেন, যেকোনো মূল্যে আমরা খালেদা জিয়ার মুক্তি চাই-এমন কথা কখনও বলিনি। অথচ তার মুক্তি নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
শনিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় দলের উদ্যোগে ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি’র দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
তিনি বলেন, তথাকথিত দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাঁজা দেয়া হয়েছে। তার সবগুলো মামলা জামিনযোগ্য হলেও তাকে জামিন দেয়া হচ্ছে না। অথচ তার চেয়ে বেশি সাজা হওয়া নাজমুল হুদার সাজা হওয়ার কয়েকদিনের মধ্যেই জামিন পেয়ে বের হয়ে আসেন। আমার প্রশ্ন বাংলাদেশে আদালত কি একটা না দুইটা!
‘আমাদের নির্বাচিত ছয়জন এমপি (সংসদ সদস্য) শপথ নেবেন কি-না এটা আমাদের দলের সিদ্ধান্ত। আমারা তাদের বলেছি-দলীয় সিদ্ধান্ত ছাড়া আপনারা সংসদে যাবেন না। তারা রাজি হয়েছেন। এখন পর্যন্ত সংসদে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তারপরও নানা রকমের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ’
খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দেয়ার চেষ্টা চলছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, দেশব্যাপী আমরা আন্দোলন ছড়িয়ে দেয়ার চেষ্টা করছি। একটা পর্যায়ে গিয়ে সারাদেশের মানুষ রাজপথে নেমে আসবে। তখন যে আন্দোলন হবে সেই আন্দোলন ঠেকানোর ক্ষমতা এই সরকারের থাকবে না।
আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদারসভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জেবা আমিন খান, নিপুণ রায় চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এমএইচ/এমএ