ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে বিমল বিশ্বাসের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, অক্টোবর ৩১, ২০১৯
বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে বিমল বিশ্বাসের মতবিনিময় বিমল বিশ্বাস/ ফাইল ফটো

ঢাকা: বাম গণতান্ত্রিক জোট নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্টনে মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বাম গণতান্ত্রিক জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক শাহ আলম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দিন পাপ্পু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আব্দুল্লাহ আল কাফি রতন, সিপিবির প্রেসিডিয়াম মেম্বার লীনা চক্রবর্তী প্রমুখ।

 

মতবিনিময় সভায় বিমল বিশ্বাস কী কারণে কোন পরিস্থিতিতে ওয়ার্কার্স পার্টির সদস্যপদ প্রত্যাহার করেছেন সেই বিষয়টি তুলে ধরেন। এসময় তিনি লুটেরা বুর্জোয়া রাজনীতির বিপরীতে বিকল্প সংগ্রাম এগিয়ে নিতে কমিউনিস্ট ও বাম প্রগতিশীলদের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা অক্টোবর ৩১, ২০১৯।
আরকেআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।