ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কমলনগরেও করোনায় মৃতদের দাফন করবে স্বেচ্ছাসেবক দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
কমলনগরেও করোনায় মৃতদের দাফন করবে স্বেচ্ছাসেবক দল .

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও সন্দেহে মৃত ব্যক্তিদের ইসলামী নিয়ম অনুয়াযী জানাজা ও দাফন করতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবক দল। এজন্য উপজেলাটিতে একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল রাবী বাবুর নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়। এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) রামগতি উপজেলায় একটি কমিটি করা হয়েছে।

স্বেচ্ছায় জানাজা ও দাফন কমিটির আহ্বায়ক হলেন- কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডা. আবু নুর সোহাগ, সদস্য সচিব হাফেজ মোহাম্মদ জাকারিয়া, যুবদল নেতা আবদুল করিম, ছাত্রদল নেতা শরীফুর রহমান, জামাল উদ্দিন আফগানী, জাফর আহম্মেদ ভূঁইয়া, আকতার মাহমুদ, রকি সওদাগর ও রিদওয়ান হোসেন।

কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডা. আবু নুর সোহাগ বাংলানিউজকে বলেন, করোনা আক্রান্ত হয়ে কিংবা উপসর্গে মৃত ব্যক্তিদের দাফন ও জানাজায় ভয় আতঙ্কে সংকট সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে ওই কমিটির সদস্যরা করোনা আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের পরিবারের সম্মতিতে যথাযথ স্বাস্থ্য সুরাক্ষা মেনে জানাজা ও দাফন সম্পন্ন করবেন।

লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবু সায়েম মোহাম্মদ শাহীন বাংলানিউজকে বলেন, কেন্দ্রীয়  স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর নির্দেশনায় রামগতি ও কমলনগর উপজেলায় পৃথক দু’টি কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার প্রত্যেক উপজেলায় কমিটি গঠন করা হবে। তারা করোনা ভাইরাস আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের ইসলামী নিয়ম অনুযাযী জানাজা ও দাফনে স্বেচ্ছায় এগিয়ে আসবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।